menu-iconlogo
huatong
huatong
--cover-image

আর ডেকোনা সেই মধু নামে (অরিজিনাল) || সুরজিৎ পাল ||

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
༺᳀Singer_Surajit᳀༻huatong
Lirik
Rakaman
গীতিকার ~ প্রণব রায়

কন্ঠদান ~ সন্ধ্যা মুখোপাধ্যায়

সুরকার ~ রবীন চট্টোপাধ্যায়

আর ডেকোনা. সেই মধু নামে.

আর ডেকোনা.. সেই মধু নামে

যাবারও লগনে, কিশোর বেলা.য়

যে নামে ডাকি.তে কেন রাখো মনে?.

যাবা.রও লগনে..

আপলোডার ~ সুরজিৎ পাল (LAHARI)

অনুরোধ ~ পাপিয়া চক্রবর্তী (cLaN)

তোমারি আঘা.তে ঝরেছে যে মালা..

তোমারি আঘা.তে ঝরেছে যে মালা.

ভুলিতে দিওগো মোরে

তারই প্রীতি জ্বা..লা...

নয়নো কোণে. মোর

সজল বরষা

থাকনা গোপ.নে

যাবারও লগনে

আর ডেকোনা. সেই মধু নামে..

যদি গো মাধবী চাঁ.দ

ওঠে কোনো রাতে

খুঁজো না আমায়.

যদি গো মাধবী চাঁ.দ

ওঠে কোনো রাতে

খুঁজো না আমায়.

মন যদি চা.য় সেকি পা.য়.

মন যদি চায় সেকি পা.য়

মালারও শপথ লাগি

বলোনা আমারে..

মালারও শপথ লাগি

বলোনা আমারে

কাঁদাও কেন গো তুমি

ভালোবাসো যা..রে..

তোমারে চাহিয়া তবু

বেদনা সয়েছি.

সারাটি. জীবনে.

আর ডেকোনা..

আ.র ডেকোনা…

Lebih Daripada সন্ধ্যা মুখোপাধ্যায়

Lihat semualogo

Anda Mungkin Suka