menu-iconlogo
huatong
huatong
--cover-image

নতুন গানের রঙিন খামে

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
Lirik
Rakaman
নতুন গানের রঙিন খামে

শিল্পী -সন্ধ্যা মুখোপাধ্যায়

----------------------

নতুন গানের.... রঙিন খামে....

পাঠিয়ে দিলাম তোমার নামে আজকে নিমন্ত্রণ,

ও আমার বন্ধু...বন্ধু... চিরন্তন চিরন্তন..

-----------------

ভালোবাসার.. সাঁঝি আমার..

স্মৃতির ফুলে... ভরুক আবার..

ভালোবাসার.. সাঁঝি আমার..

স্মৃতির ফুলে... ভরুক আবার..

তোমার প্রাণের পরশ যে চাই

আমার পরম শুভক্ষণ

ও আমার বন্ধু....বন্ধু.. চিরন্তন চিরন্তন..

-----------------

হাতে করে নাইবা কিছু আনলে তুমি আর..

দুচোখ ভরা খুশি তোমার সেই তো উপহার..

নাইবা কিছু আনলে তুমি আর,

প্রীতির ডোরে... বাঁধবে যখন..

আনন্দে আজ.... ভরবে ভুবন..

তাই স্বাগত লিখল কথা সুরের আলিম্পন,

তাই স্বাগত লিখল কথা সুরের আলিম্পন,

ও আমার বন্ধু.. বন্ধু.. চিরন্তন চিরন্তন..

নতুন গানের.. রঙিন খামে..

পাঠিয়ে দিলাম তোমার নামে আজকে নিমন্ত্রণ,

ও আমার বন্ধু.. বন্ধু.. চিরন্তন চিরন্তন..

চিরন্তন চিরন্তন..চিরন্তন চিরন্তন..

- সমাপ্ত -

Lebih Daripada সন্ধ্যা মুখোপাধ্যায়

Lihat semualogo

Anda Mungkin Suka