যাদু নয় মায়া নয় সোহাগের
কনকচাঁপা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি=এক টাকার দেনমোহর
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব ফ্যামিলি
=ID=62003513085=
M=যাদু নয়,,,মায়া নয়,,,
সোহাগের,,,, ছোঁয়া নয়,,,
বলোনা কি করে বন্ধু কেড়েছ হৃদয়
বলোনা কি করে বন্ধু কেড়েছ হৃদয়
F=যাদু নয়,,,মায়া নয়,,,
সোহাগের,,, ছোঁয়া নয়,,,
বলোনা কি করে বন্ধু কেড়েছ হৃদয়
বলোনা কি করে বন্ধু কেড়েছ হৃদয়
M=হো হো হো হা হা হা হা
হে হে হে হা হা হা হা
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব ফ্যামিলি
M=দেহ রেখে প্রাণটা আমার
নিয়ে গেলে তুমি
তুমি ছাড়া কেমন করে
বাঁচি এখন আমি
F=হো দেহ রেখে প্রাণটা আমার
নিয়ে গেলে তুমি
তুমি ছাড়া কেমন করে
বাঁচি এখন আমি
M=তোমার পাশে থেকে যেনো
জীবন শেষ হয়
F=বলোনা কি করে বন্ধু কেড়েছো হৃদয়
বলোনা কি করে বন্ধু কেড়েছো হৃদয়
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব ফ্যামিলি
F=তোমার নামের বাঁশি বুকে
সারা বেলা বাজে
মনটা আমার বসে না তাই
যেনো কোনো কাজে
M=হো তোমার নামের বাঁশি বুকে
সারা বেলা বাজে
মনটা আমার বসে না তাই
যেনো কোনো কাজে
F=তুমি প্রথম শিখালে যে
প্রেম কারে কয়
M=বলোনা কি করে বন্ধু কেড়েছ হৃদয়
বলোনা কি করে বন্ধু কেড়েছ হৃদয়
F=যাদু নয়,,,মায়া নয়,,,
M=সোহাগের,,, ছোঁয়া নয়,,,
F=বলোনা কি করে বন্ধু কেড়েছো হৃদয়
M=বলোনা কি করে বন্ধু কেড়েছো হৃদয়