Uploaded
by
ভালোবাসা মানে নীল প্রজাপতি
ভালোবাসা মানে হারমানা ক্ষতি
ভালোবাসা মানে রূপালী উজান
ভালোবাসা মানে জোছনার গান
ভালোবাসা মানে ঊষ্ণ সুখের
বরফ গলা নদী
ভালোবাসা মানে নীল প্রজাপতি
ভালোবাসা মানে হারমানা ক্ষতি
ভালোবাসা মানে স্মৃতি খুঁড়ে খুঁড়ে
দুঃখে ভাসা খেয়া
ভালোবাসা মানে ঘুমহীন একাকী
রাত্রি পাড়ি দেয়া
ভালোবাসা মানে স্মৃতি খুঁড়ে খুঁড়ে
দুঃখে ভাসা খেয়া
ভালোবাসা মানে ঘুমহীন একাকী
রাত্রি পাড়ি দেয়া
ভালোবাসা মানে
কবিতার একটি আহত চরণ
তোমাকে পেতাম যদি
ভালোবাসা মানে নীল প্রজাপতি
ভালোবাসা মানে হারমানা ক্ষতি
ভালোবাসা মানে ভেজা চোখ মুছে
আবার স্বপ্ন দেখা
ভালোবাসা মানে ফুলেরি কাছে
ঋণী হয়ে থাকা
ভালোবাসা মানে ভেজা চোখ মুছে
আবার স্বপ্ন দেখা
ভালোবাসা মানে ফুলেরি কাছে
ঋণী হয়ে থাকা
ভালোবাসা মানে
কবিতার একটি আহত চরণ
তোমাকে পেতাম যদি
ভালোবাসা মানে নীল প্রজাপতি
ভালোবাসা মানে হারমানা ক্ষতি
ভালোবাসা মানে রূপালী উজান
ভালোবাসা মানে জোছনার গান
ভালোবাসা মানে ঊষ্ণ সুখের
বরফ গলা নদী
ভালোবাসা মানে নীল প্রজাপতি
ভালোবাসা মানে হারমানা ক্ষতি
Thanks