menu-iconlogo
huatong
huatong
avatar

সূর্যোদয়ে তুমি Surjo Doye Tumi

Abdul Hadihuatong
needfire25huatong
Lirik
Rakaman
PUNOM7 ROCK BAND

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

FOLLOW BY

PUNOM7 ROCK BAND

জলসিঁড়ি নদীতীরে

তোর খুশির কাঁপন যেন বাজে

ও…কাশবনে ফুলে ফুলে

তোর মধুর বাসর বুঝি সাজে

তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

FOLLOW BY

PUNOM7 ROCK BAND

আঁকা বাঁকা মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও..পদ্মকাঁপা দিঘী ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

THANK YOU

Lebih Daripada Abdul Hadi

Lihat semualogo

Anda Mungkin Suka

সূর্যোদয়ে তুমি Surjo Doye Tumi oleh Abdul Hadi - Lirik dan Liputan