menu-iconlogo
huatong
huatong
avatar

Jonmo Theke Jolchi জন্ম থেকে জ্বলছি

Abdul Hadihuatong
Rownok_Rony🎶BD💜AMB🇧🇩huatong
Lirik
Rakaman
জন্ম থেকে জ্বলছি মাগো

আর কতদিন বল সইবো

এবার আদেশ করো তুমি আদেশ করো

ভাঙ্গনের খেলা খেলবো।।

জন্ম থেকে জ্বলছি মাগো

জ্বলছি মাগো

আমার এ ব্যাথা ভরা গান

ফুল পাখি নিয়ে নয়

দুখের আগুনে পোড়া প্রাণ

শুধু কেঁদে কেঁদে কয়

ও মা তোমার ভাঙ্গা সংসার

কবে যে সুখে ভরে তুলবো।

জন্ম থেকে জ্বলছি মাগো

জ্বলছি মাগো

আমি তো দেখিনি আলো

জীবনে কোনদিন

এত আশা ভালবাসা

আধারে হল মলিন

দিন চলে যায় দাও বিদায়

সময় হলেই ফিরে আসব

জন্ম থেকে জ্বলছি মাগো

আর কতদিন বল সইবো

এবার আদেশ করো তুমি আদেশ করো

ভাঙ্গনের খেলা খেলবো।।

জন্ম থেকে জ্বলছি মাগো

জ্বলছি মাগো

Lebih Daripada Abdul Hadi

Lihat semualogo

Anda Mungkin Suka

Jonmo Theke Jolchi জন্ম থেকে জ্বলছি oleh Abdul Hadi - Lirik dan Liputan