menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
চলো পাল্টাই গড়ে একরাশ সুরের মালা হার

সব কারণ ভুলে হোক আজ নতুন সমন্বয়

সুরের আলোতে আনুক ভরিয়ে একতা

সঙ্গীতের বলে ঘুচবে আঁধারের আবরণ

এসো রে, ধরো হাত

লিখি নতুন সুরের সমাহার

এসো রে, ধরো হাত

লিখি নতুন সুরের সমাহার

ভৈরবের সুর ধরে সূর্যোদয়

আলোয় ভরবে জগৎময়

সন্ধ্যেরা সুরে या मन জুড়ে

গাইবে মালকোষে রাত তারা

ঝরবে সুর মেঘমল্লার রূপে

মিলবে তাল সাত সুরের ঝংকারে

সুরের আলোতে আনুক ভরিয়ে একতা (একতা)

সঙ্গীতের বলে ঘুচবে আঁধারের আবরণ

এসো রে, ধরো হাত

লিখি নতুন সুরের সমাহার

এসো রে, ধরো হাত

লিখি নতুন সুরের সমাহার

Lebih Daripada Abir Biswas/Rishi Panda/Rupak Tiwary/Kajol Chatterjee

Lihat semualogo

Anda Mungkin Suka