menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
ও.............

ঠোঁটের মধু তিতা মধু

তেমন মধু কই গো কই

এমন তিতা আমার বধু

সিউরে উঠি সই গো সই

ঠোঁটের মধু তিতা মধু

তেমন মধু কই গো কই

এমন তিতা আমার বধু

সিউরে উঠি সই গো সই

আন বাড়ি যায় আমায় ফেলে

বাদল মেঘের ডাকে

একবারও সে ভাবে না গো

রাই কি কোরে থা.....কে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

ও.............

রুনুক ঝুনুক নুপুর পায়ে

চন্দ্রাবলী ওই চলে

ও বিশাখা ও ললিতা

ওই নুপুরে কি বলে

কাজল আঁখি বড়ই বেশি

কাঁপছে যে তা দেখছি আজ

কেন রায়ের মনেতে মেঘ

পরান কোনে ডাকছে বাজ

নীলাজ কালা এমন জ্বালা

কে কারে দেয় বল মোরে

নীলাজ কালা এমন জ্বালা,

কে কারে দেয় বল মোরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মোরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মোরে...

যাও না বলো রাইকে গিয়ে

ভাবনা যেন না করে

কে আছে আর সমান তাহার

শ্যাম পিয়ারি ব্রজেরে

গোপিনীদের শতদলের

বিধিলেখা টাকা নাই

টের পাবে ঠিক রাইকমলের

হায় তুলনা নাইরে নাই

সব শায়রে ফুল ফোটে গো

চাঁদ উঠে রাই শায়রে

সব শায়রে ফুল ফোটে গো

চাঁদ উঠে রাই শায়রে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে ।

Lebih Daripada Aditi Chakraborty/Debdeep Banik/Ritam Sen

Lihat semualogo

Anda Mungkin Suka