menu-iconlogo
huatong
huatong
aditi-munshi-shoi-cover-image

Shoi

Aditi Munshihuatong
anderdw1huatong
Lirik
Rakaman
জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

সোনার পিঞ্জরা, সই গো, রুপার টাংগুনি

সোনার পিঞ্জরা, সই গো, রুপার টাংগুনি

এগো, আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকোনি

এগো, আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকোনি

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

পালিতে পালসিলাম পাখি দুধ-কলা দিয়া

পালিতে পালসিলাম পাখি দুধ-কলা দিয়া

এগো, যাইবার কালে বেঈমান পাখি না চাইলো ফিরা

এগো, যাইবার কালে বেঈমান পাখি না চাইলো ফিরা

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

ভাইবে রাধারমন বলে, "পাখি রইলো কই?"

ভাইবে রাধারমন বলে, "পাখি রইলো কই?

এগো, আইনা দে মোর প্রাণপাখি পিঞ্জরাতে থুই

এগো, আইনা দে মোর প্রাণপাখি পিঞ্জরাতে থুই"

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

এগো, কালার কাজলের পাখি

দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

জলে গিয়াছিলাম, সই

Lebih Daripada Aditi Munshi

Lihat semualogo

Anda Mungkin Suka