কি হবে কান্দিয়া
মনের খাঁচা ভাঙ্গিয়া
উইড়া গেছে প্রানের বিন্দিয়া ।
কি হবে কান্দিয়া
মনের খাঁচা ভাঙ্গিয়া
উইড়া গেছে প্রানের বিন্দিয়া ।
আদর যতন করিয়া
বুকে রাখলাম জড়াইয়া
পোষ মানলো না গেলো উড়িয়া,
ও পাখি পোষ মানলো না গেলো উড়িয়া ।
অন্তরে নাই মায়া
কাটলি আমার ছায়া,
কোন আশাতে গেলি পাখি আমায় ছাড়িয়া ।
ও অন্তরে নাই মায়া
কাটলি আমার ছায়া,
কোন আশাতে গেলি পাখি আমায় ছাড়িয়া ।
আশাতে বাঁধিয়া নিলি
অথৈ জলে ডুবাই গেলি ।
কুল কিনার নাই রে তোর
আজব দরিয়া পাখি ।
পোষ মানলো না গেলো উড়িয়া,
ও পাখি পোষ মানলো না গেলো উড়িয়া ।
মিথ্যা সুরের আশাতে
শান্তি নাই এমনেতে,
কষ্টের কথা কারে বলি পাইনা খুঁজিয়া ।
ও মিথ্যা সুরের আশাতে
শান্তি নাই এমনেতে,
কষ্টের কথা কারে বলি পাইনা খুঁজিয়া ।
মনে ব্যাথা দিয়া গেলি
আমারে পর কইরা দিলি,
মিথ্যেবাদী অহংকারী করলি ছলনা পাখি ।
পোষ মানলো না গেলো উড়িয়া,
ও পাখি পোষ মানলো না গেলো উড়িয়া ।
কি হবে কান্দিয়া
মনের খাঁচা ভাঙ্গিয়া
উইড়া গেছে প্রানের বিন্দিয়া ।
আদর যতন করিয়া
বুকে রাখলাম জড়াইয়া
পোষ মানলো না গেলো উড়িয়া,
ও পাখি পোষ মানলো না গেলো উড়িয়া ।
ও পাখি পোষ মানলো না গেলো উড়িয়া ।