ALi_______🎹🎹
ময়না এখন ও আমারই জন্য রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে চিঠি লিখে না
সেই ময়না এখন অন্য কারো
সেই ময়না এখন অন্য কারো
আমার কেউ না
ময়না এখন ও আমারই জন্য রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে চিঠি লিখে না
সেই ময়না এখন অন্য কারো
সেই ময়না এখন অন্য কারো
আমার কেউ না
ALi_______🎹🎹
পাড়ায় ছিল পাড়াতো বোন
পাশের বাড়ির ময়না
বন্ধু বল সাথি বল
তুলনা যার হয়না
পাড়ায় ছিল পাড়াতো বোন
পাশের বাড়ির ময়না
বন্ধু বল সাথি বল
তুলনা যার হয়না
সেই ময়না এখন অন্য কারো
সেই ময়না এখন অন্য কারো
আমার কেউ না
ময়না এখন ও আমারই জন্য রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে চিঠি লিখে না
ALi_______🎹🎹
বলেছিল জীবন সাথি হবে আমার সে
সুখে দুঃখে থাকবো মোরা প্রেমের বাধনে
বলেছিল জীবন সাথি হবে আমার সে
সুখে দুঃখে থাকবো মোরা প্রেমের বাধনে
সেই ময়না এখন অন্য কারো
সেই ময়না এখন অন্য কারো
আমার কেউ না
ময়না এখন ও আমারই জন্য রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে চিঠি লিখে না
সেই ময়না এখন অন্য কারো
সেই ময়না এখন অন্য কারো
আমার কেউ না
সেই ময়না এখন অন্য কারো আমার কেউ না
সেই ময়না এখন অন্য কারো আমার কেউ না
সেই ময়না এখন অন্য কারো আমার কেউ না
সেই ময়না এখন অন্য কারো আমার কেউ না
ALi_______🎹🎹