menu-iconlogo
huatong
huatong
avatar

Akkhan Chumu Diye Ja

Akashhuatong
62104339209huatong
Lirik
Rakaman
ছেলেঃ] মেকআপ সেকাপ লাগিয়ে

হাই হিল পায়ে দিয়ে

টিক টক টিক টক চললি রে কোথা ?

মেয়েঃ] ব্লাড প্রেসার বাড়িয়ে

যাসনা মুখ ঘুরিয়ে

কোন পাড়ায় থাকিস বলে যা...

ছেলেঃ] এক খান চুমু.. দিয়ে যা..

এক খান চুমু.. দিয়ে যা..

ও এক খান চুমু.. দিয়ে যা..

মেয়েঃ] হ্যালো হ্যালো হ্যালো তোকে করছি ফলো

গেলো গেলো গেলো আমার মনটা গেলো

ছেলেঃ] হ্যালো হ্যালো হ্যালো তোকে করছি ফলো

গেলো গেলো গেলো আমার মনটা গেলো

গেলো, গেলো, গেলো, হায় গেলো রে গেলো.. ও..

নেসাব এসাব ছড়িয়ে

পারফিউম ছড়িয়ে

টিক টক টিক টক চললি রে কোথা ?

মেয়েঃ] ব্লাড প্রেসার বাড়িয়ে

যাসনা মুখ ঘুরিয়ে

কোন পাড়ায় থাকিস বলে যা..

ছেলেঃ] এক খান চুমু.. দিয়ে যা..

এক খান চুমু.. দিয়ে যা..

মেয়েঃ] হানি হানি হানি একটা কথা ছিলো।

তোকে দেখে ভালোবাসার ফিলিং এলো।

ছেলেঃ] হানি হানি হানি একটা কথা ছিলো।

তোকে দেখে ভালোবাসার ফিলিং এলো।

এলো, এলো, এলো, হায় এলো রে এলো ও....

ট্যাটু স্যাটু বানিয়ে।

হেডফোন কানে দিয়ে।

টিক টক টিক টক চললি রে কোথা ?

মেয়েঃ] ব্লাড প্রেসার বাড়িয়ে

যাসনা মুখ ঘুরিয়ে

কোন পাড়ায় থাকিস বলে যা..

ছেলেঃ] এক খান চুমু.. দিয়ে যা..

ও এক খান চুমু.. দিয়ে যা..

Lebih Daripada Akash

Lihat semualogo

Anda Mungkin Suka