menu-iconlogo
huatong
huatong
avatar

জীবন পথে চলতে চলতে | Jibon Pothe Cholte Cholte

Akash Mahmud/Mithilahuatong
𝑆𝑢𝑚𝑜𝑛_𝐴ℎ𝑚𝑒𝑑_𝑆𝐵𝐿huatong
Lirik
Rakaman
জীবন পথে চলতে চলতে

Part 1=Female

Part 2=Male

(F)জীবন পথে চলতে চলতে

হঠাৎ মরণ এলে…

বন্ধু আমায় জড়িয়ে রাখিস

তোর-ই আপন কোলে…

(F)জীবন পথে চলতে চলতে

হঠাৎ মরণ এলে…

বন্ধু আমায় জড়িয়ে রাখিস

তোর-ই আপন কোলে…

(M) তুই ছাড়া যে এ ভুবনে

আমার কেহ নাই…

সব খানেতে বন্ধু আমি

তোরে-ই শুধু চাই…

পারবোনারে থাকতে একা

তোরে ছাড়িয়া ও,ও,ও…

তোর লাগিয়া কান্দে সদা-ই

আমারও হিয়া…

(F) পারবোনারে থাকতে একা

তোরে ছাড়িয়া আ,আ,আ…

তোর লাগিয়া কান্দে সদা

আমারও হিয়া…

[ SBL ]

(M)তোরে ছাড়া একা আমি

কেমন করে রবো…

খোদার কাছে তাইতো আমি

তোরে-ই শুধু চাবো…

(M)তোরে ছাড়া একা আমি

কেমন করে রবো…

খোদার কাছে তাইতো আমি

তোরে-ই শুধু চাবো…

(F)তুই তো বন্ধু আছিস আমার

হৃদয় জুড়িয়া আ,আ,আ…

তোরে ছাড়া শূন্য জীবন

যাব মরিয়া…

(M)পারবোনারে থাকতে একা

তোরে ছাড়িয়া ও,ও,ও…

তোর লাগিয়া কান্দে সদা-ই

আমারও হীয়া…

[ SBL ]

(M)তুই তো আমার আধাঁর ঘরের

পূর্ণিমারই আলো…

তোর মত কেউ এই আমারে…

বাসবে না রে ভালো…

(M)তুই তো আমার আধাঁর ঘরের

পূর্ণিমারই আলো…

তোর মত কেউ এই আমারে…

বাসবে না রে ভালো…

(F) দুই নয়নে রাখবো তোরে

কাজল করিয়া আ,আ,আ…

সারা জীবন রাখিস আমায়

বুকে জড়াইয়া…

(M)পারবনারে থাকতে একা

তোরে ছাড়িয়া ও,ও,ও…

তোর লাগিয়া কান্দে সদা-ই

আমারও হিয়া…

[ ধন্যবাদ সবাইকে ]

Lebih Daripada Akash Mahmud/Mithila

Lihat semualogo

Anda Mungkin Suka