menu-iconlogo
huatong
huatong
avatar

আমি কালো বলে

Akash Mahmudhuatong
shari689huatong
Lirik
Rakaman
আমি কালো বলে

দিলি না মন মনে....

কি আছে তোর সাদা রুপ যৌবনে,

আমি কালো বলে

দিলি না মন মনে...

কি আছে তোর সাদা রুপ যৌবনে,

কি আছে তোর সাদা রুপ যৌবনে,

মিউজিক

কালো বলে, করলি না তুই আপন...

বোঝলি নারে পিরিতে অঙ্গপন

অই আমি কালো বলে

বন্ধু রে তুই ধলা....

ধলা কালা গড়ছে উপর ওয়ালা

গায়ের রঙে হয় না পিরিত

গায়ের রঙে হয় না পিরিত

পিরিত মনে মনে.....

কি আছে তোর সাদা রুপ যৌবনে,

আমি কালো বলে দিলিনা মন মনে...

কি আছে তোর সাদা রুপ যৌবনে,

মিউজিক

কালো বলে দিলি অবহেলা...

আজ বুঝেছি কাকের কত জ্বালা

ও আমি কালো বলে মন কি আমার কালা

কোকিল কালা হইলেও কণ্ঠ ভালো

তুই যে বন্ধু ফুলোমালা

তুই যে বন্ধু ফুলোমালা

এই কালার পরানে.....

কি আছে তোর সাদা রুপ যৌবনে?

আমি কালো বলে দিলি না মন মনে

কি আছে তোর সাদা রূপ যৌবনে?

কি আছে তোর সাদা রূপ যৌবন?

কি আছে তোর সাদা রূপ যৌবনে?

কি আছে তোর সাদা রূপ যৌবনে?

কি আছে তোর সাদা রূপ যৌবনে?

অসংখ্য ধন্যবাদ সবাইকে

Lebih Daripada Akash Mahmud

Lihat semualogo

Anda Mungkin Suka