আমি বন্ধুর,প্রেমআগুনে,পোড়া,
প্রাণ সই সই-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা-,
আমি বন্ধুর,প্রেম আগুনে,পোড়া,
প্রাণ সই সই-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা।
===================
সই গো সই-,
আমি মরলে না পুড়াইয়ো,
যমুনা তে না ভাসাইয়ো,
তমাল ডালে,বেঁধে রাখিস তোরা-,.
সই গো সই-,
আমি মরলে না পুড়াইয়ো,
যমুনা তে না ভাসাইয়ো,
তমাল ডালে,বেঁধে রাখিস তোরা-,.
বন্ধু যদি,আসে দেশে-,
বলিস তোরা বন্ধুর কাছে-,.
বন্ধু যদি,আসে দেশে-,
বলিস তোরা বন্ধুর কাছে-,
তমাল ডালে-,তোমার প্রেমের মরা-,
প্রাণ সই সই-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা-,
আমি বন্ধুর,প্রেম আগুনে,পোড়া,
প্রাণ সই সই-,
আমি মরলে-,পুড়াসনে লো তোরা-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা।
সই গো সই-,
বন পোড়া যায় সবাই দেখে-,
মনের আগুন কেউ না দেখে,
ধিকি ধিকি,জ্বলছে অ-রূপ ধারা-,
সই গো সই-,
বন পোড়া যায় সবাই দেখে-,
মনের আগুন কেউ না দেখে,
ধিকি ধিকি,জ্বলছে অ-রূপ ধারা-,
জ্বলে পুড়ে,হইলাম ছাই-,
আগুনের আর অন্ত নাই-,.
জ্বলে পুড়ে,হইলাম ছাই-,
আগুনের আর অন্ত নাই-,
পুড়া ছাই কি-,পুড়াবি-লো তোরা,
প্রাণ সই সই,
আমি মরলে,পুড়াসনে লো তোরা-,
আমি বন্ধুর,প্রেম আগুনে,পোড়া,
প্রাণ সই সই-,
আমি মরলে-,পুড়াসনে লো তোরা-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা।
সই গো সই-,
আমার বাড়ীর পাশ দিয়া,
মহন বাঁশি বাজাইয়া-,
বন্ধু আমার,মন করেছে চুরি-,
সই গো,সই--,
আমার বাড়ীর পাশ দিয়া-,
মহন বাঁশি বাজাইয়া-,
বন্ধু আমার,মন করেছে চুরি-,
আমার নিজের,হাতে দস্তখত,
দিয়াছি গোলামীর খত-,.
আমার নিজের,হাতে দস্তখত,
দিয়াছি গোলামীর খত-,
বন্ধুর প্রেমে-,হইলাম দিশেহারা,
প্রাণ সই সই,
আমি মরলে,পুড়াসনে লো তোরা-,
আমি বন্ধুর,প্রেম আগুনে,পোড়া-,
প্রাণ সই-,সই--,
আমি বন্ধুর,প্রেম আগুনে,পোড়া-,
আমি বন্ধুর,প্রেম আগুনে,পোড়া,
প্রাণ সই সই-,
আমি মরলে-,পুড়াসনে লো তোরা-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা-,
আমি মরলে,পুড়াসনে লো তোরা।