menu-iconlogo
huatong
huatong
avatar

Dukkho Diye Jodi

aleya begumhuatong
🇧🇩___Shahidul____🇧🇩huatong
Lirik
Rakaman
দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

আরো দুঃখ দাও আমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

ফলো দিয়ে পাশে থাকুন

জীবনের চেয়ে বেশি

তোমাকে ভালোবাসি

এ ভালোবাসায় ক্ষয় ধরবে না

আমি মরে যাবো

শুধু বলে যাবো

এ ভালোবাসা কভু মরবেনা

যতদিন বাঁচি তোমারি তো আছি

ঘৃণা যত করো আমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

ফলো দিয়ে পাশে থাকুন

না বুঝে মনের কথা

সবাই তো দেয় ব্যথা

করে যে জীবনটাকে শুন্য

P2]তুমি মনে রাখো

যেখানেই থাকো

তুমি শুধু আমারি জন্য

যত অপরাধে যত অপবাদে

যত দূরে রাখো আমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

P2]দুঃখ দিয়ে যদি এত সুখ পাও

আরো দুঃখ দাও আমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে

তবু ভুলে যেতে পারবোনা

আমি তোমাকে...

Lebih Daripada aleya begum

Lihat semualogo

Anda Mungkin Suka