menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Hridoyer Joto Prem

Ali İnsanhuatong
marehmarehhuatong
Lirik
Rakaman
*চয়েস*অনুস্কা*সাফল্য পরিবার*

মুল শিল্পি: আলি ইনসান

গীতিকার: শরিয়তউল্ল্যা

আমার হৃদয়ের যত প্রেম,সব দিয়াছি গো..২

আমি ভাবছিলাম না তারে পর কখন-২

কিবা কারনে....ভুলে রইলোরে প্রিয়জন-২

কেউ ছিলো আর কথা ছিলো দুইজনার,

ভুলিবেনা অংঙ্গিকার জীয়নও মরন..

কেউ ছিলো আর কথা ছিলো দুইজনার,

ভুলিবেনা অংঙ্গিকার জীয়নও মরন..

এখন কি অপরাধ হইলো জানি না গো.....

হাই গো আমার কথা কি তার নাই স্মরণ...

কিবা কারনে..ভুলে রইলো রে প্রিয়জন-২

*আপলোড* রনি

মিউজিক শুনে গান করুন

এত স্বপ্ন সাধনা.. ব্যার্থ হইতে পারেনা...

বিরহ বেদনা আর যায়নারে সহন...

এত স্বপ্ন সাধনা.. ব্যার্থ হইতে পারেনা...

বিরহ বেদনা আর যায়নারে সহন...

ওসে অভিমান ভুলিয়া আসিলে ফিরিয়া গো....

.সোহাগে করবো তারে আলিঙ্গন..

কিবা কারনে...ভুলে রইলো রে প্রিয়জন-২

*আপলোড* রনি

মিউজিক শুনে গান করুন

শরিয়তউল্লার অভিমান, প্রেম সুন্দর সমাধান..

কত অপমান বুকে করেছি ধারন..

অনুস্কার অভিমান প্রেম সুন্দর সমাধান..

কত অপমান বুকে করেছি ধারন....

পথও চেয়ে থাকি আসে না সে যদি গো....

এ জিবন রেখে কি লাভ অকারন...

কিবা কারনে..ভুলে রইলো প্রিয়জন -৩

*ধন্যবাদ*অনুস্কা*সাফল্য পরিবার*

Lebih Daripada Ali İnsan

Lihat semualogo

Anda Mungkin Suka