menu-iconlogo
logo

Ki jadu Korecho Bolona

logo
Lirik
কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

r3az

ঐ চোখে চোখ রেখে

অপলক দেখে দেখে

এ জীবন কেটে যেতে পারে

বলনা অমন করে

সুখে আমি যাব মরে

তোমারি বুকে বারে বারে

ঐ চোখে চোখ রেখে

অপলক দেখে দেখে

এ জীবন কেটে যেতে পারে

বলনা অমন করে

সুখে আমি যাব মরে

তোমারি বুকে বারে বারে

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

ও অন্তরে অন্তরে শত সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

বুঝিনা সাধনা আমি

এ জীবন হবে দামী

তোমাকেই ভালবেসে বেসে বেসে

অন্তরে অন্তরে শত সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

বুঝিনা সাধনা আমি

এ জীবন হবে দামী

তোমাকেই ভালবেসে বেসে বেসে

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

কি জাদু করেছ বলনা

ঘরে আর থাকা যে হলনা

Ki jadu Korecho Bolona oleh Andrew Kishor/Kanak Chapa - Lirik dan Liputan