menu-iconlogo
huatong
huatong
avatar

সব সখিরে পার করিতে নিব আনা আনা (Sob Shokhire Par Korite Nibo)

Andrew Kishor/Sabina Yeasminhuatong
★Rashed990✨BDSS★huatong
Lirik
Rakaman
ছেলে,সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি,তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি,তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

ছেলে,ও সুজন সখিরে...

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়

মেয়ে,প্রেমের কথা জানিনা, মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও

ছেলে,থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি,তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

মেয়ে,ও ঘাটের মাঝিরে...

ভূতের মুখে রাম নাম আর লইও না

লজ্জা শরম আছে কি বা নাই

ছেলে,রাম শ্যাম জানি না ভূতের বাড়ি চিনি না

তোমায় সখি ঘরে নিবার চাই

মেয়ে,তুমি ব্রাহ্মণ হইয়া চাঁদের,পানে হাত বাড়াইয়ো না

ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না

মাঝি গো ও..আমি ফুলের বালা ফুলে

আমার দিকে নজর দিওনা

ছেলে,সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি,তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

ছেলে,ও সুজন সখিরে...

প্রেমের ঘাটের বেচা কেনায় কুল মান নাই

মনের বদল মন দিতে হয়

মেয়ে,মনের মত মন মাঝি চেনা বড় দায়

আসল কি বা নকল কারে কয়

ছেলে,যেমন খুশি তেমন করে যাচাই করে লও

তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

মাঝ দরিয়ায় নাও ডুবাবো না

Lebih Daripada Andrew Kishor/Sabina Yeasmin

Lihat semualogo

Anda Mungkin Suka