menu-iconlogo
logo

ডাক দিয়াছেন দয়াল আমারে,

logo
Lirik
ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

ও আমি চলতে পথে দুদিন থামিলাম

ভালোবাসার মালাখানি

গলে পরিলাম

আমি গলে পরিলাম

.........

ও.আমি চলতে পথে দুদিন থামিলাম

ভালোবাসার মালাখানি

গলে পরিলাম

ও আমার সাধের মালা

আমার সাধের মালা যায় রে ছিঁড়ে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

ও অামি কত জনে কত কী দিলাম

যাইবার কালে একজনারও

দেখা না পাইলাম

আমি দেখা না পাইলাম

.......

অামি কত জনে কত কী দিলাম

যাইবার কালে একজনারও

দেখা না পাইলাম

ও আমার সঙ্গের সাথী

আমার সঙ্গের সাথী কেউ হলো না রে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

TSM

ডাক দিয়াছেন দয়াল আমারে, oleh Andrew Kishor - Lirik dan Liputan