menu-iconlogo
huatong
huatong
avatar

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা Vengeche Pinjor

Andrew Kishorhuatong
lixuemei3huatong
Lirik
Rakaman
ভেঙ্গেছে পিঞ্জর

মেলেছে ডানা

উড়েছে পাখি

পথ অচেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

ভেঙ্গেছে পিঞ্জর

মেলেছে ডানা

উড়েছে পাখি

পথ অচেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

হটাৎ এসে যদি বৈশাখী ঝড়

ভেঙ্গে দেয় গানের আসর

তবু যদি পাখির গান থেমে যায়

আকাশ কি দেবে বিদায়

হে..............

আহা হা হা......

তবে কি হৃদয়ের লেনা দেনা

কেউ তা মনে রাখেনা

তবে কি হৃদয়ের লেনা দেনা

কেউ তা মনে রাখেনা

FOLLOW BY HUSSAIN

তবু আশায় পাখি বাঁধে যে মন

আলোতে রাঙায় জীবন

নতুন কথায় আজ প্রানের সুর

হয়েছে গানের নূপুর

হে............

আহা হা হা...........

যেটুকু হয়েছে জানা শুনা

হারিয়ে যেতে দেবনা

যেটুকু হয়েছে জানা শুনা

হারিয়ে যেতে দেবনা

ভেঙ্গেছে পিঞ্জর

মেলেছে ডানা

উড়েছে পাখি

পথ অচেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

নীড়েরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

Lebih Daripada Andrew Kishor

Lihat semualogo

Anda Mungkin Suka