menu-iconlogo
huatong
huatong
andrew-kishoreatif-ahmed-niloyaaysha-eiraraqibul-hasan-rana--cover-image

প্রথম দেখাতেই ভালবেসেছি

Andrew Kishore/Atif Ahmed Niloy/Aaysha Eira/Raqibul Hasan RaNahuatong
elsonuyyhuatong
Lirik
Rakaman
Hello

Hello

Finally! তুমি!

গত তিন বছর তোমার একটা ফোনের আশায় কত দিন

কত রাত আমি পার করেছি, তুমি জানো?

আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি

আর, কালকে কিন্তু Rose Day, মানে, আজকে ১২টার পরে

তার মানে, তার মানে তুমি রাজি?

আমি কী জানি!

Yes!

প্রথম দেখাতে তাকে ভালোবেসেছি

প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি

প্রথম দেখাতে তাকে ভালোবেসেছি

প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি

জানি না, জানি না আমার হলো এ কী

নিজেকে আমি হারিয়ে ফেলেছি

জানি না, জানি না আমার হলো এ কী

নিজেকে আমি হারিয়ে ফেলেছি

প্রথম দেখাতে আমি তারে ভালোবেসেছি

(ভালোবেসেছি, ভালোবেসেছি)

প্রথম দেখাতে আমি তারে ভালোবেসেছি

তার আর আমার খুনসুটি প্রেম

সুখেরই মেঘে ভাসুক

হাসি-অভিমান-মায়ায় তুলে

জীবন চলতে থাকুক

জানি না, জানি না আমার হলো এ কী

নিজেকে আমি হারিয়ে ফেলেছি

জানি না, জানি না আমার হলো এ কী

নিজেকে হারিয়ে ফেলেছি

প্রথম দেখাতে আমি তারে ভালোবেসেছি

(ভালোবেসেছি, ভালোবেসেছি)

প্রথম দেখাতে আমি যে তারে ভালোবেসেছি

Lebih Daripada Andrew Kishore/Atif Ahmed Niloy/Aaysha Eira/Raqibul Hasan RaNa

Lihat semualogo

Anda Mungkin Suka