menu-iconlogo
huatong
huatong
avatar

আমার নিঃশ্বাস বলো আমার বিশ্বাস বলো

Andrew Kishore/Samina Chowdhuryhuatong
✯͜͡𝕵a𝖍u𝖗u𝖑✯͜͡♻️🅑🅢🅐♻️huatong
Lirik
Rakaman

আমার নিঃশ্বাস বলো

আমার বিশ্বাস বলো

তোমার'ই...কথা'ই শুধু বলে

বাংলা সঙ্গীত একাডেমি

তুমি ছাড়া এক মুহূর্ত,

জীবন কি আর চলে,

ভালোবাসা, হতো নাতো তুমি না হলে,

আমার নিঃশ্বাস বলো

আমার বিশ্বাস বলো

তোমার'ই...কথা'ই শুধু বলে

বাংলা সঙ্গীত একাডেমি

তুমি ছাড়া এক মুহূর্ত

জীবন কি আর চলে

ভালোবাসা, হতো নাতো তুমি না হলে

আমার নিঃশ্বাস বলো

আমার বিশ্বাস বলো

তোমার'ই...কথা'ই শুধু বলে,,,

এ...হে...হে....আ... হা... হা...

এ...হে...হে...আ...হা... হা...

তোমার চোখে স্বপ্ন আমার তোমার বুকে সুখ...

সারা জীবন ঐ বুকেতে লুকাবো এই মুখ.,

বাংলা সঙ্গীত একাডেমি

তোমার চোখে স্বপ্ন আমার তোমার বুকে সুখ...

সারা জীবন ঐ বুকেতে লুকাবো এই মুখ...

ছবি হয়ে রবো তোমার চোখের কাজলে..

ভালোবাসা, হতো নাতো তুমি না হলে,

আমার নিঃশ্বাস বলো

আমার বিশ্বাস বলো

তোমার'ই...কথা'ই শুধু বলে...

একটা তুমি জীবন আমার বাঁচাই যে জীবন...

চোঁখের আড়াল হলে তুমি হবে রে মরণ..

বাংলা সঙ্গীত একাডেমি

একটা তুমি জীবন আমার বাঁচাই যে জীবন...

চোঁখের আড়াল হলে তুমি হবে রে মরণ..

রাখবো তোমায় বেঁধে আমার শাঁড়ির আঁচলে..

ভালোবাসা, হতো নাতো তুমি না হলে

আমার নিঃশ্বাস বলো

আমার বিশ্বাস বলো

তোমার'ই...কথা'ই শুধু বলে

তুমি ছাড়া এক মুহূর্ত,

জীবন কি আর চলে,

ভালোবাসা, হতো নাতো তুমি না হলে

আমার নিঃশ্বাস বলো

আমার বিশ্বাস বলো

তোমার'ই...কথা'ই শুধু বলে...

Lebih Daripada Andrew Kishore/Samina Chowdhury

Lihat semualogo

Anda Mungkin Suka