Song: Misty Chader Jochona
Singer: Andrew Kishore
Singer 1 = Male
Singer 2 = Female
Shafiul Alam
=======================
M-মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
F-মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
M-পৃথিবীতে ভালোবাসি, কেন যে হৃদয়
F-তোমাকে দেখার পরে, আজও মনে হয়
M-তুমি শুধু এই, হৃদয়ের বাঁশি
F-মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
Shafiul Alam
=======================
M-সোনার শিকলে বেঁধে প্রাণে রাখিবো
জনম জনমও শুধু, তোমারই রবো
F-প্রেমের আঁচলে বেঁধে বুকে রাখিবো
মনে পরিলে নয়ন ভরে দেখিবো
M-হুম পৃথিবীতে ভালোবাসো, কেন যে হৃদয়
F-তোমাকে দেখার পরে, আজও মনে হয়
M-তুমি শুধু এই, হৃদয়ের বাঁশি
F-ও মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
M-ও মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
Shafiul Alam
=======================
F-মায়ার বাঁধনে তোমার কাছে থাকিবো
সুখের ফাগুনে জীবন ভরিয়ে দিব
M-বুকের ভিতরে হৃদয় থাকে যেখানে
তুমি আমার হয়ে রবে সেখানে
F-তোমাকে দেখার পরে, আজও মনে হয়..
M-পৃথিবীতে ভালোবাসো, কেন যে হৃদয়
F-আমি তোমারি হৃদয়ের বাঁশি
M-ও মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
F-তোমাকে দেখার পরে, আজও মনে হয়
M-পৃথিবীতে ভালোবাসি, কেন যে হৃদয়
F-তুমি আমারি হৃদয়ের বাঁশি
M-ও মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
F-মিষ্টি চাঁদের জোছনা
মিষ্টি তোমার মুখের হাসি
======Shafiul=======