menu-iconlogo
huatong
huatong
avatar

Neel Digante

Anindya Chatterjee/Shreya Ghoshalhuatong
nicoluiswilsonhuatong
Lirik
Rakaman
কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই-টই ধুলো লাগা

কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে, এই বসন্ত রাত জাগা

মম চিত্তে, পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য

নিতি নৃত্যে, ফুল ছিড়তে শুধু তোমার কথাই ভাববো

আজ হাওয়া বেপরোয়া দিলো সন্ধ্যে পাখির ঝাঁক

এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক

নীল দিগন্তে

ঐ ফুলের আগুন লাগলো, লাগলো

নীল দিগন্তে

বসন্তে, সৌরভের শিখা জাগলো

বসন্তে, নীল দিগন্তে

দিগন্তে সুরের আগুন

জ্বলছে অবুঝ ফাগুন

দিগন্তে সুরের আগুন

জ্বলছে অবুঝ ফাগুন

করছে কি ভয়-টয়

মন হলে নয়-ছয়

পাতা ঝরার মরশুম

আজ হাওয়া বেপরোয়া দিলো সন্ধ্যে পাখির ঝাঁক

এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক

নীল দিগন্তে

ঐ ফুলের আগুন লাগলো, লাগলো

নীল দিগন্তে

বসন্তে, সৌরভের শিখা জাগলো

বসন্তে, নীল দিগন্তে

কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখ রাখা একরত্তি

কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে, মন ইতিউতি, তিন সত্যি

তারই সঙ্গে-বিভঙ্গে দেখি কী হয় ভালো মন্দে

কী মৃদঙ্গে, সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধ্যে

আজ হাওয়া বেপরোয়া দিলো সন্ধ্যে পাখির ঝাঁক

এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক

নীল দিগন্তে

ঐ ফুলের আগুন লাগলো, লাগলো

নীল দিগন্তে

বসন্তে, সৌরভের শিখা জাগলো

বসন্তে, নীল দিগন্তে

Lebih Daripada Anindya Chatterjee/Shreya Ghoshal

Lihat semualogo

Anda Mungkin Suka