menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসার মতো ভালোবাসলে - Bhalobashar Moto Bhalobashle

Ankur mahamud/Sarowar Shuvohuatong
zid_starshuatong
Lirik
Rakaman

party room NO-121563-&-117433

=== =

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ক্ষনিকের ভুলে, বিরহ নামলে

ক্ষনিকের ভুলে, বিরহ নামলে

মন থেকে তারে কি গো মোছা যায় ?

তাহারে কি গো ভোলা যায়?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

party room NO-121563-&-117433

ভালোবাসা জাতি মানে না

কভু হাসি কভু কান্না

ভালোবাসা জাতি মানে না

কভু হাসি কভু কান্না

দু'চোখে জলে ভরে কত ব্যাথা সহ্য করে

দু'চোখে জলে ভরে কত ব্যাথা সহ্য করে

মন তবু চেয়ে থাকে তার আশায়

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায়?

party room NO-121563-&-117433

ভালোবাসা ঈশ্বরের দান

বুকে ধরে করো সম্মান

ভালোবাসা ঈশ্বরের দান

বুকে ধরে করো সম্মান

সারা সারা রাত ধরে

নেয় প্রেম ঘুম কেড়ে

সারা সারা রাত ধরে

নেয় প্রেম ঘুম কেড়ে

বদনাম বঞ্চনা আসে গায়

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ক্ষনিকের ভুলে, বিরহ নামলে

ক্ষনিকের ভুলে, বিরহ নামলে

মন থেকে তারে কি গো মোছা যায় ?

তাহারে কি গো ভোলা যায়?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

ভালোবাসার মতো ভালোবাসলে

তাহারে কি গো ভোলা যায় ?

তাহারে কি গো ভোলা যায় ?

party room NO-121563-&-117433

****** ধন্যবাদ ******

Lebih Daripada Ankur mahamud/Sarowar Shuvo

Lihat semualogo

Anda Mungkin Suka