# TRACK : EKTA DIN
# BAND : ADHAR
# UPLOAD : DURZOY MIRZA
# LYRICS :-
একটা দিন চলে যায়
তবুও তোমার পরিচয় থাকে অজানায়
(থাকে অজানায়)
একটা দিন কেটে যায়
তবুও তোমার পরিচয় থাকে অজানায়
বলো...
(বলো)
কী উপায়ে থাকা যায়
এ...ই দুঃসময়
বলো কী উপায়ে থাকা যায়
এ....ই. দুঃসম....হয়
দুঃসময়
দুঃসম........ য়
দুঃসময়
একটা দিন চলে যায়
তবুও তোমার পরিচয় থাকে অজানায়
একটা দিন কেটে যায়
তবুও তোমার পরিচয় থাকে অজানায়
বলো কী উপায়ে থাকা যায়
এ...ই দুঃসময়
বলো কী উপায়ে থাকা যায়
এ....ই. দুঃসম......হয়
দুঃসময়
দুঃসম........ য়,
দুঃসময়
<=====> MUSIC <=====>
[UPLOAD : DURZOY MIRZA]
একটা রাত কেটে যায়
তবুও নির্ঘুম ভাবনায় অলস বিছানায়
(অলস বিছানায়)
একটা ভোর এসে যায়
তবুও শিশির ঝরে যায় ঝরা পাতায়
(ঝরা পাতায়)
বলো কী উপায়ে থাকা যায়
এ...ই দুঃসময়
বলো কী উপায়ে থাকা যায়
এ....ই. দুঃসম....হয়
দুঃসময়
দুঃসম........ হয়,
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
দুঃসময়
একটা দিন চলে যায়,
তবুও তোমার পরিচয় থাকে অজানায়
<=====> THNX <=====>