menu-iconlogo
huatong
huatong
antara-mitra-kishori-cover-image

Kishori

Antara Mitrahuatong
msrdrafthuatong
Lirik
Rakaman
আইলো আইলো আমার ও সজনী

তোর সাথে ঘর করব আহারে

বাজিল বাজিল প্রেমের বাঁশি বাজিল

বাজলে মাদল, নাচব আহারে

উরু উরু প্রাণ করে

দুরু দুরু দুরু তোর কারণে

মহুল বনে, মাঠের ধারে

তোকে তোকে শুধু ধরেছে মনে

প্রেমের জোয়ারে, দু কূল ভেসেছে

ডুবেছে ডুবেছে, এই তরী

কিশোরী কিশোরী কিশোরী কিশোরী

তোকে না পাইলে জানিনা কী করি

কিশোরী কিশোরী কিশোরী কিশোরী

হয়ে যা, হয়ে যা শুধু আমারই

ওহো ওহো ওহো...

সোনা বরণ রূপ কন্যা

কুচ বরণ কেশ

তুই দিনের শুরু কন্যা

তুই রাতের শেষ

তুই আমার ভালোবাসার ঘর

তুই আমার ভালোবাসার দেশ

তোরই কথা পড়লে মনে, ফুটেছে পলাশ

তোরই সাথে থাকব আমি, এখন বারো মাস

তুই আমার ফিরে আসার ঘর

তুই আমার ভালোবাসার দেশ

প্রেমের জোয়ারে, দু কূল ভেসেছে

ডুবেছে ডুবেছে, এই তরী

কিশোরী কিশোরী কিশোরী কিশোরী

তোকে না পাইলে জানিনা কী করি

কিশোরী কিশোরী কিশোরী কিশোরী

হয়ে যা, হয়ে যা শুধু আমারই

ওহো ওহো ওহো...

আইলো আইলো আমার ও সজনী

তোর সাথে ঘর করব আহারে

বাজিল বাজিল প্রেমের বাঁশি বাজিল

বাজলে মাদল, নাচব আহারে

Lebih Daripada Antara Mitra

Lihat semualogo

Anda Mungkin Suka