
এখন অনেক রাত
এখন অনেক রাত
শিল্পী=আইয়ুব বাচ্চু
এখন অনেক রাত
খোলা আকাশের নীচে,
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি,
দরজার ওপাশে.....
দরজার ওপাশে.....
এখন অনেক রাত
খোলা আকাশের নীচে,
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি,
দরজার ওপাশে....
দরজার ওপাশে…..
আবেগী এমন রাতে
ভুল করে এ পথে,
এসে যদি ফিরে যায়
আমায় না পেয়ে,
ও..আবেগী এমন রাতে
ভুল করে এই পথে,
এসে যদি ফিরে যায়
আমায় না পেয়ে,
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি,
দরজার ওপাশে....
দরজার ওপাশে....
চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে,
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে,
চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে,
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে,
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি,
দর'জার ওপাশে...
দর'জার ওপাশে...
এখন অনেক রাত
খোলা আকাশের নীচে,
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি,
দর'জার ওপাশে...
দর'জার ওপাশে...
এখন অনেক রাত
খোলা আকাশের নীচে,
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি,
দর'জার ওপাশে...
দর'জার ওপাশে....
এখন অনেক রাত oleh Anupam Roy - Lirik dan Liputan