menu-iconlogo
logo

Tui ki kore dili

logo
Lirik
আমার চোখে চোখ রাখ তুই

আমার কথা গুলো

তোর হয়ে যেতে পারে

দুর্ঘটনা ঘটতে দে

আঙুল গুনে ফেলা

মনে পড়ে যেতে পারে

আমার চোখে চোখ রাখ তুই

আমার কথা গুলো

তোর হয়ে যেতে পারে

দুর্ঘটনা ঘটতে দে

আঙুল গুনে ফেলা

মনে পড়ে যেতে পারে

বাড়ি ফিরে, বাড়ি ফিরে

কি ভালো লাগে

নিচু হাসি, পাশাপাশি

কি ভালো লাগে

তোর কথা তেই ঘুরছি রোদে

চান খাওয়া নেই চুল গুলোতে

তুই, তুই কি করে দিলি?

তুই এ কি করে দিলি রে?

বলনা, বলনা, বলনা

তুই, তুই কি করে দিলি?

তুই এ কি করে দিলি রে?

বলনা, বলনা, বলনা

নীরবতায় বাড়ছে রাত

কিসের অভিমানে

আমায় ছেড়ে যেতে পারে

কানের কাছে রাখেছি হাত

পেটের কথা গুলো

ঠোঁটে আনা যেতে পারে

ক্রমাগত, কথা মতো

এড়িয়ে গেলি তুই

বিষ মিশে, ফিসফিসে

এড়িয়ে গেলি তুই

তোর কথাতেই ঘুরছি রোদে

চান খাওয়া নেই চুল গুলোতে

তুই, তুই কি করে দিলি?

তুই এ কি করে দিলি রে?

বলনা, বলনা, বলনা

তুই, তুই কি করে দিলি?

তুই এ কি করে দিলি রে?

বলনা, বলনা, বলনা

তুই, তুই কি করে দিলি?

তুই এ কি করে দিলি রে?

বলনা, বলনা, বলনা

তুই, তুই কি করে দিলি?

তুই এ কি করে দিলি রে?

বলনা, বলনা, বলনা