
Nishwas fire pai
নিশ্বাস ফিরে পাই
তোমার কথা ভেবে
বিশ্বাস মনে তাই
তুমি আমার হবে....
বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা........
আমায় আমি পর করেছি
তোমায় পেয়ে তাই
তোমার মাঝে ভর করেছি
আপন কেহ নাই......
তোমার মাঝে খুঁজে পাওয়া
চেনা কোনো সুর
সেই সুরেতে তাল মেলাবো
যাবো বহুদুর.....
বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা.....
চিনতে তোমায় বড় দেরি
করে ফেলেছি
কিনতে তোমায় মনের দামে
তাই চেয়েছি.....
তোমার মাঝে খুঁজে পাওয়া
চেনা কোনো সুর
সেই সুরেতে তাল মেলাবো
যাবো বহুদুর.......
বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা.....
Nishwas fire pai oleh Arfin rumey - Lirik dan Liputan