menu-iconlogo
huatong
huatong
arijit-singh-aajke-raatey-cover-image

Aajke Raatey আজকে রাতে

Arijit Singhhuatong
ONGKUR🌱huatong
Lirik
Rakaman
আজকে রাতে চলে যেও না

আজকে রাতে.... চলে যেও না

ভালো যদি বাসো এই শ্যামেরে

ভালো যদি বাসো এই শ্যামেরে

না বলে যেও না......

আজকে রাতে... চলে যেও না

<>

থাকলে পাশে নয় রাত যদি থাকে

আজ পাশাপাশি হাত যদি থাকে

কোন সে বিরহে রাই কাঁদে একা

শ্যামেরও বাঁশি.. তাই কাঁদে একা

থাকুক আঁধারে এই চরাচরে

তবু মোম হয়ে জ্বলে যেও না

আজকে রাতে...... না...

আজকে রাতে... চলে যেও না

Lebih Daripada Arijit Singh

Lihat semualogo

Anda Mungkin Suka