menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Bodley Jabo আমি বদলে যাব

Asheshuatong
Śiam_Tåhšiñ_DruBöhuatong
Lirik
Rakaman
ফেলে আসা মানুষ ফেলে আসা ছাতা দোকানে

জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া

একটা পোর খাউয়া মন হিসেবের খাতায় শুন্য

যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে

কতো কি স্বপ্নে বিভোর

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে

কতো কি স্বপ্নে বিভোর

আমি লাটিম ঘুরানোর বয়সে

ঘুরিয়েছি আমায়

আমি ঘুড়ী উড়ানোর বয়সে

উড়িয়েছি আমায়

আমি বদলে যাব বদলে যাব

আমার কাছ থেকে

আমি বদলে যাব বদলে যাব

আজকের পর থেকে

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে

উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে

উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে

বলছে সবায় তোমাকে দিয়ে কিছু হবেনা

পারবেনা তুমি কোনদিন আর দাড়াতে

নিজের পায়ে…

আমি বদলে যাব বদলে যাব

আমার কাছ থেকে

আমি বদলে যাব বদলে যাব

আজকের পর থেকে

আজ হবে আগামিকাল

কাল হবে পরশু

শুধু থাকে চাপে

ভালোলাগা ভালোবাসা চিরকাল

আমি বদলে যাব বদলে যাব

আমার কাছ থেকে

আমি বদলে যাব বদলে যাব

আজকের পর থেকে

আমি বদলে যাব বদলে যাব

আমার কাছ থেকে

আমি বদলে যাব বদলে যাব

আজকের পর থেকে

Lebih Daripada Ashes

Lihat semualogo

Anda Mungkin Suka

Ami Bodley Jabo আমি বদলে যাব oleh Ashes - Lirik dan Liputan