menu-iconlogo
huatong
huatong
ashes-nijer-jonno-cover-image

Nijer Jonno

Asheshuatong
michelles0674huatong
Lirik
Rakaman
আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না

আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না

আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে

আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়

এই ক′টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না

এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না

এই ক′টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না

এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে

পাপের বন্ধনে থাকা সরল মানুষ

টগবগে রক্ত, বিপ্লবী নকশাল মন

দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে

এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না

এই ক′টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না

এই ক′টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না

এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে

Lebih Daripada Ashes

Lihat semualogo

Anda Mungkin Suka