menu-iconlogo
huatong
huatong
avatar

কার বাসরে ঘুমাও বন্ধু

Atif Ahmed Niloyhuatong
thurlesbeghuatong
Lirik
Rakaman
কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো

আমারে না খুন করিয়া কার বাসরে আছো

কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো

আমারে না খুন করিয়া কার বাসরে আছো

আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল

তবে কেনো তোমার সাথে হইলো না মোর মিল

আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল

তবে কেনো তোমার সাথে হইলো না মোর মিল

তবে কেনো তোমার সাথে হইলো না মোর মিল

এইদিক সেইদিক আউলা মন বাউলা হয়ে ছোটে

চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে

এইদিক সেইদিক আউলা মন বাউলা হয়ে ছোটে

চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে

কেমন করে অন্যের ঘরে অন্যেরই বাসরে

থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে

থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে

সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা

বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া

সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা

বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া

আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল

তবে কেনো তোমার সাথে হইলো না মোর মিল

তবে কেনো তোমার সাথে হইলো না মোর মিল

Lebih Daripada Atif Ahmed Niloy

Lihat semualogo

Anda Mungkin Suka

কার বাসরে ঘুমাও বন্ধু oleh Atif Ahmed Niloy - Lirik dan Liputan