ওগো নিঠুর দরদী,এ কি খেলছো অনুক্ষন।
অতুল প্রসাদের গান(কন্ঠ-ওস্তাদ ইয়াকুব আলী খাঁন)
================================
ওগো নিঠুর দরদী-,.এ কি খেলছো,অনুক্ষণ-,.
ওগো নিঠুর দরদী-,.এ কি খেলছো,অনুক্ষণ-,.
কাঁটায়-,ভরা বন তোমার,
কাঁটায় ভরা,বন তোমার প্রেমে ভরা মন-,.
কাঁটায় ভরা,বন তোমার প্রেমে,ভরা মন-,.
ওগো নিঠুর দরদী-,এ কি খেলছো,অনুক্ষণ।
============================
মিছে দাও,কাঁটার ব্যথা,সহিতে না পার তা-,
মিছে দাও,কাঁটার ব্যথা,সহিতে না পার তা,
আমার আঁখিজল-,.ওগো আমার আঁখিজল-,.
আমার আঁখিজল-,তোমায় করে-গো চঞ্চল-,
ওগো নয়,বুঝি,বিফল-আমার,অশ্রু বরিষন-,
ওগো নিঠুর দরদী,এ কি খেলছো অনুক্ষণ-,.
কাঁটায়,ভরা বন তোমার কাঁটায়,
ভরা বন তোমার প্রেমে,ভরা মন,
ওগো নিঠুর দরদী-,এ কি খেলছো অনুক্ষণ।
==============================
ডাকিলে কও না কথা,কি নিঠুর নিরবতা-,
ডাকিলে,কও না কথা,কি নিঠুর নিরবতা-,.
তুমি আবার,ফিরে চাও,বলো,
ওগো শুনে যাও-তুমি আবার,ফিরে চাও,বলো,
ওগো শুনে যাও-,তোমার সাথে,
আছে আমার,অনেক কথন-,
ওগো তোমার সাথে,আছে আমার,অনেক কথন-,
ওগো নিঠুর দরদী,এ কি খেলছ অনুক্ষণ-,.
কাঁটায়,ভরা বন তোমার কাঁটায় ভরা,বন তোমার,
কাঁটায় ভরা,বন তোমার প্রেমে ভরা মন,
ওগো নিঠুর দরদী-,এ কি খেলছো অনুক্ষণ-,
ওগো নিঠুর দরদী-,এ কি খেলছো অনুক্ষণ।