menu-iconlogo
huatong
huatong
avatar

Har Kala

AvoidRafahuatong
stephen51234huatong
Lirik
Rakaman
মন রে

হাইলা লোকের লাঙ্গল বাঁকা

জনম বাঁকা চান্দ রে

জনম বাঁকা চান্দ

হাইলা লোকের লাঙ্গল বাঁকা

জনম বাঁকা চান্দ রে

জনম বাঁকা চান্দ

তার চাইতে অধিক বাঁকা, হায় হায়

তার চাইতে অধিক বাঁকা

যারে দিছি প্রাণ রে

দুরন্ত পরবাসী

আমার হাড় কালা করলাম রে

ও আমার দেহ কালার লাইগা রে

আমার অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসী

মন রে

হাড় হইলো জড় জড়

অন্তর হইলো পুড়া রে

আমার অন্তর হইলো পুড়া

হাড় হইলো জড় জড়

অন্তর হইলো পুড়া রে

আমার অন্তর হইলো পুড়া

পিরিতি ছাড়িয়া গেছে, হায় হায়

পিরিতি ছাড়িয়া গেছে

তবু নাহি গেছে প্রাণ রে

দুরন্ত পরবাসী

আমার হাড় কালা করলাম রে

ও আমার দেহ কালার লাইগা রে

আমার অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসী

ও মন রে

Lebih Daripada AvoidRafa

Lihat semualogo

Anda Mungkin Suka

Har Kala oleh AvoidRafa - Lirik dan Liputan