menu-iconlogo
huatong
huatong
avatar

আজ কবিতা অন্য কারো Aj kobita onno karo

Ayub Bachchuhuatong
ONGKUR🌱huatong
Lirik
Rakaman
Song : আজ কবিতা অন্য কারো

Singer : আইয়ুব বাচ্চু

Request: Redwan

Orient Singer Site (OSS)

=========================

কবিতা তুমি এখনো,

রাত হলে কি তারাদের গোণো

কবিতা তুমি এখনো,

বিকেল হলে সেই গান শোনো

যে গান তুমি শুনিয়ে, গড়েছিলে,

এই মনে আবাস

যে গান গুনগুনিয়ে, দিলে

আমায় তোমার আকাশ

আজ কবিতা অন্য কারো,

দু’হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন,

মুঠো মুঠো শুধু দুঃখ কুঁড়াই

আজ কবিতা অন্য কারো,

দু’হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন,

মুঠো মুঠো শুধু দুঃখ কুঁড়াই

ভাঁজ করা সেই স্মৃতির,

পৃষ্ঠা খুলে দেখি

পুরনো সেই সেই আকাশ..

স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে,

পরিচিত দীর্ঘশ্বাস...

ভাঁজ করা সেই স্মৃতির,

পৃষ্ঠা খুলে দেখি

পুরনো সেই সেই আকাশ..

স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে,

পরিচিত দীর্ঘশ্বাস...

আজ কবিতা অন্য কারো,

দু’হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন,

মুঠো মুঠো শুধু দুঃখ কুঁড়াই

অভিযোগ নয়তো নয়,

প্রতিটি নির্ঘুমরাত

ভীষণ বড় মনে হয়

নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে,

অযাজিত সংশয়

অভিযোগ নয়তো নয়,

প্রতিটি নির্ঘুমরাত

ভীষণ বড় মনে হয়

নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে,

অযাজিত সংশয়

আজ কবিতা অন্য কারো,

দু’হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন,

মুঠো মুঠো শুধু দুঃখ কুঁড়াই

কবিতা তুমি এখনো,

রাত হলে কি তারাদের গোণো

কবিতা তুমি এখনো,

বিকেল হলে সেই গান শোনো

যে গান তুমি শুনিয়ে, গড়েছিলে,

এই মনে আবাস

যে গান গুনগুনিয়ে, দিলে

আমায় তোমার আকাশ

আজ কবিতা অন্য কারো,

দু’হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন,

মুঠো মুঠো শুধু দুঃখ কুঁড়াই

আজ কবিতা অন্য কারো,

দু’হাতে সে তার সুখকে উড়ায়

আমি আর আমার ফেরারি মন,

মুঠো মুঠো শুধু দুঃখ কুঁড়াই

((( সমাপ্ত )))

Lebih Daripada Ayub Bachchu

Lihat semualogo

Anda Mungkin Suka