menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-shukher-prithibee-cover-image

Shukher prithibee

Ayub Bachchuhuatong
natili23huatong
Lirik
Rakaman
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন

ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন

সুখের চাদরে জড়ানো প্রিয়জন

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

Lebih Daripada Ayub Bachchu

Lihat semualogo

Anda Mungkin Suka