menu-iconlogo
huatong
huatong
azmir-amar-posha-pakhi-cover-image

Amar posha pakhi

Azmirhuatong
Danger-zonehuatong
Lirik
Rakaman
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে।

সেই পাখিটাই চলে গেলো আমাকে ছেড়ে।

খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে।

সেই পাখিটাই চলে গেলো আমাকে ছেড়ে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

একবারও সে ভাবলোনারে আমাকে নিয়ে।

তারে ছাড়া এই পাগলটা বাঁচবে কি করে।

একবারও সে ভাবলোনারে আমাকে নিয়ে।

তারে ছাড়া এই পাগলটা বাঁচবে কি করে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

ভালোবাসার নামে পাখি করলি বেঈমানী।

তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি।

ভালোবাসার নামে পাখি করলি বেঈমানী।

তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি।

সব কিছুতেই নিলি কেড়ে নাইরে কিছুই বাকি।

মরার মতো বেঁচে আছি নাইরে জানার বাকি।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

আমার পোষা পাখি উড়াল দিছে রে--

আমার, পিঞ্জরাটা খালি কইরা রে।

Lebih Daripada Azmir

Lihat semualogo

Anda Mungkin Suka