menu-iconlogo
huatong
huatong
avatar

HD"বন্ধু তোমারে ডাকি

Badhon Modakhuatong
Shahriar-Islamhuatong
Lirik
Rakaman
ছেলে:- বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

কাছে যদি নাই আসো

কিছু ভালো লাগেনা

মেয়ে:- বন্ধু তোমার ডাকে

ঘড়ে থাকা যায় না

বন্ধু তোমার ডাকে

ঘড়ে থাকা যায় না

বাধা যত আসুক না

কোন বাধা মানি না

ছেলে:- বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

ছেলে:- ও...ও.. ও..ও ও..ওও

চলনা গাছের লতায়

দোলনা বানাইয়া

বইসা দুলি তালে তালে

দু,জনে পা দোলাইয়া

মেয়ে:- ও..ও..ও.. ও..ও.ও ও

চলো যাই নানি বাড়ি

গাছে উঠিয়া

কাঁঠাল মুছির ভর্তা খাইমু

তেতুল মিশাইয়া

ছেলে:- এত মজা মনে হইলে

জিবে পানি মানে না

বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

কাছে যদি না আসো

কিছু ভালো লাগে না

বন্ধু তোমার ডাকে

ঘড়ে থাকা যায় না

আমি হইবো তোমার সুরের

বাশের বাশি

সুরে সুরে পরাণ ভইরা

দেখুম তোমার হাসি

দুই জনে মিইলা মিইসা

ছোট ঘড় বানাইয়া

সেই ঘড়ে তোমায় আমি

রাখুম গো সাজাইয়া

মেয়ে:- শিমুলের সাথে পারুলের

না হইয়া পারে না

বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

বন্ধু তোমারে ডাকি

ঘড়ে আর থাইকো না

কাছে যদি না আসো

কিছু ভালো লাগে না

বন্ধু তোমার ডাকে

ঘড়ে থাকা যায় না

ধন্যবাদ সবাই কে

Lebih Daripada Badhon Modak

Lihat semualogo

Anda Mungkin Suka