menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi noi noi kache - Manna Dey

Banakusumhuatong
LoveDropshuatong
Lirik
Rakaman
তুমি নয় নাই কাছে আসলে।

তুমি নয় নাই কাছে আসলে।

আমায় নাই বা ভালোবাসলে

তাই বলে আমি কেন ভালোবাসবো না

আমি কেন কাছে আসবো না।।

তুমি নয় নাই কাছে আসলে।

তুমি নয় নাই কাছে আসলে।

------------

মেঘে নয় আকাশটা ঢাকলো

চাঁদ নয় আড়ালেই থাকলো।

মেঘে নয় আকাশটা ঢাকলো

চাঁদ নয় আড়ালেই থাকলো।

নদী কেন ভরবে না জোয়ারে।

নদী কেন ভরবে না জোয়ারে।

সেই স্রোতে আমি কেন ভাসবো না।।

তুমি নয় নাই কাছে আসলে।

তুমি নয় নাই কাছে আসলে।

--------------

আঁখি নয় স্বপ্নকে ভুললো

অশ্রুই শুধু ভরে তুললো।

আঁখি নয় স্বপ্নকে ভুললো

অশ্রুই শুধু ভরে তুললো।

মন কেন দেখবে না স্বপ্ন

সেই সুখে আমি কেন হাসবো না।।

তুমি নয় নাই কাছে আসলে।

আমায় নাই বা ভালোবাসলে

তাই বলে আমি কেন ভালোবাসবো না

আমি কেন কাছে আসবো না।।

তুমি নয় নাই কাছে আসলে।

তুমি নয় নাই কাছে আসলে।

Lebih Daripada Banakusum

Lihat semualogo

Anda Mungkin Suka