menu-iconlogo
huatong
huatong
avatar

Aous Koira Bape Koraiche Biya

band ghurihuatong
bayernallee7huatong
Lirik
Rakaman
আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া

বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া,

এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা

বউ তো নয় যেনো সিসি ক্যামেরা।

খাইতে জ্বালায়, বইতে জ্বালায়

জ্বালায় দিনে রাইতে,

ঠিক মত দেয় না আমায় একটু ঘুমাইতে।

সারাদিন নজর দারি দেয় শুধু পেরা

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা,

বউ তো নোয় যেন সিসি ক্যামেরা।

সেম্পু আনো, সাবান আনো

লম্বা অর্ডার দেয়,

কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়।

সারাদিন নজর দারি দেয় শুধু পেরা..

বউ তো নোয় জেন সিসি ক্যামেরা,

বউ তো নোয় যেন সিসি ক্যামেরা।

Lebih Daripada band ghuri

Lihat semualogo

Anda Mungkin Suka