পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইল যে জন
সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইল যে জন
সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার
কাষ্টের সঙ্গে পিরিত কইরা
লোহা ভাসে জলে
খাটি প্রেমের নাইরে মরন সর্ব লোকে বলে
কাষ্টের সঙ্গে পিরিত কইরা
লোহা ভাসে জলে
খাটি প্রেমের নাইরে মরন সর্ব লোকে বলে
লাইলী প্রেমে মজনু পাগল নাই তুলনা ভবে তার
লাইলী প্রেমে মজনু পাগল নাই তুলনা ভবে তার
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইল যে জন
সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার
জলের সঙ্গে মাছের পিরিত বৃক্কের সঙ্গে লতা
এ বিনে কেও বাঁচবে না রে গুণী লোকের কথা
জলের সঙ্গে মাছের পিরিত বৃক্কের সঙ্গে লতা
এ বিনে কেও বাঁচবে না রে গুণী লোকের কথা
শিরির প্রেমে পাগল ফরহাদ
দিন যায় চলে দুজনার
শিরির প্রেমে পাগল ফরহাদ
দিন যায় চলে দুজনার
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইল যে জন
সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার
চান্দের সঙ্গে নদীর পীরিত দিবানিশি চলে
সেই পিরিতের রঙ্গরসে জুয়ার ভাটা চলে
চান্দের সঙ্গে নদীর পীরিত দিবানিশি চলে
সেই পিরিতের রঙ্গরসে জুয়ার ভাটা চলে
ইউসুফ নবীর প্রেমে পাগল
হাল দেখেনা জুলেখার
ইউসুফ নবীর প্রেমে পাগল
হাল দেখেনা জুলেখার
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইল যে জন
সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইল যে জন
সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার
দুনিয়া পিরিতের বাজার
দুনিয়া পিরিতের বাজার