menu-iconlogo
huatong
huatong
bangla-folk-song--cover-image

মন মাঝি

Bangla Folk songhuatong
ndevri.es2huatong
Lirik
Rakaman
মনে মেঘ জমতে থাকে

পড়ে যাই দুর্বিপাকে

মনে মেঘ জমতে থাকে

পড়ে যাই দুর্বিপাকে

চিন্তা তে তোর কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রণার

মন মাঝিরে ,বল না কোথায় ,,?

মন মাঝিরে ,

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

একা রাত, বাঁকা চাঁদ

লাগেনা ভালো রে আর,,ও,,

নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার

একা রাত, বাঁকা চাঁদ

লাগেনা ভালো রে আর ও,,

নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার

পড়ছে মনে মুখের আদোল

ভাঙে বুক, ভাঙছে পাহাড়,,

মন মাঝিরে ,বল না কোথায় ?

মন মাঝিরে ,

আয় ফিরে আয় ,, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

নিজেকেই মনে হয় বলে দিই, এ সব ই ভুল

ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো

ফুল, হে ,ই এ ,,

নিজেকেই মনে হয় বলে দিই, এ সব ই ভুল

ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো ফুল

চিন্তা তে তোর কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রণার ,

মন মাঝিরে বল না কোথায় ,

মন মাঝিরে ,

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

Lebih Daripada Bangla Folk song

Lihat semualogo

Anda Mungkin Suka