menu-iconlogo
huatong
huatong
avatar

Chandete Josna Pawa jay (HD) By Ganervela

Bapi lahirihuatong
Bijayan_Misrahuatong
Lirik
Rakaman
**গানেরভেলা তে স্বাগতম**

চাঁদেতে জোসনা পাওয়া যায়

তারাতে নয়

একজনই হয় মনের মানুষ

সকলে নয়.. সকলে নয়

চাঁদেতে জোসনা পাওয়া যায়

তারাতে নয়..

একজনই হয় মনের মানুষ

সকলে নয়.. সকলে নয়

*Music**GanerVela*

[fb.com/GanerVela]

তুমি আমার সেই একজন

একথা যেওনা ভুলে

মায়ায় বাঁধা, এ যে মালা,

এ মালা ফেলনা খুলে

প্রেম বলে, যে কথা

মনে রেখ, সে কথা

প্রেমিকের কানে তা..

রূপকথা, হয়ে যায়..

চাঁদেতে, জোসনা পাওয়া যায়

তারাতে নয়

একজনই হয় মনের মানুষ

সকলে নয়.. সকলে নয়

চাঁদেতে, জোসনা পাওয়া যায়

তারাতে নয়…

*Music**GanerVela*

[fb.com/GanerVela]

নয় হাজার, রুপকথার

হয়েছি তোমারি কবি

সে যে আমার, এই জীবন

এঁকেছি সেখানে সব ই

তুমি থাকবে যেখানে…

আমি থাকবো সে…খানে

এই ভাবেই চিরকাল…

এই চির দিন…ই হয়…

চাঁদেতে জোসনা পাওয়া যায়

তারাতে নয়

একজনই… হয় মনের মানুষ

সকলে নয়.. সকলে নয়

*Thanks For Singing

Bijayan Misra*

Lebih Daripada Bapi lahiri

Lihat semualogo

Anda Mungkin Suka