menu-iconlogo
huatong
huatong
bappa-mey-cover-image

Mey

Bappahuatong
steveg850huatong
Lirik
Rakaman
মেয়ে

ফুয়াদ

পুরনো মনের আলোয়

জ্বলে যদি একরাশ স্বপ্ন

বিমোহিত সুরে ভাসব

সুখে বরষার জলে আত্মমগ্ন

একা একা দিন কাটে না

মনের ভিতর অঘটন

কতকাল বেঁধে রাখব সেথায়

বরষার জলে কান্না শোন

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে

এসো না ফিরে

সময় হলে এ পথ সে পথ

কোথাও খুঁজে পাবে না

স্বপ্নেরা সব মন ভেংগেছে

সুখ কেড়েছে ঠিকানা

(২)

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে এ এ

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে এ

ফিরে যদি আস কন্যা

পথ হারানো দৈবলোকে

দুচোখ বেয়ে আলোর বন্যা

তোমার আমার আর্দ্র বুকে

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে এ এ

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে

পুরনো মনের আলোয়

জ্বলে যদি একরাশ স্বপ্ন

বিমোহিত সুরে ভাসব

সুখে বরষার জলে আত্মমগ্ন

একা একা দিন কাটে না

মনের ভিতর অঘটন

কতকাল বেঁধে রাখব সেথায়

বরষার জলে কান্না শোন

মেয়ে ফিরে এসো

এসো না ফিরে

Lebih Daripada Bappa

Lihat semualogo

Anda Mungkin Suka