menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গায়ে যত দুঃখ সয়

Bari Siddiquihuatong
ng_natashahuatong
Lirik
Rakaman
আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধু রে..

বলেছিলে আমার হবে

মন দিয়াছি এই ভেবে

সাক্ষী কেউ ছিলনা

সেসময় ও..বন্ধুরে

সাক্ষী শুধু চন্দ্র তারা

একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয়

ত্রিভুবনের বিচার যেদিন হয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

Super Singers Group

নিঠুর বন্ধু রে....

দুঃখ দিয়া হিয়ার ভিতর

একদিনও না লইলে খবর

এইকি তোমার

প্রেমের পরিচয়..ও..বন্ধুরে

কি জানি কি আশা দিয়া....

কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু

দূরে থাকা উচিত কি আর হয়

দূরে থাকা উচিত কি আর হয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধুরে...

বিচ্ছেদের বাজারে গিয়া

তোমার প্রেম বিকি দিয়া

করব না প্রেম

আর যদি কেউ কয় ও..বন্ধুরে

পাষাণ বন্ধুরে...

বিচ্ছেদের বাজারে গিয়া

তোমার প্রেম বিকি দিয়া

করব না প্রেম

আর যদি কেউ কয় ও.. বন্ধুরে

উকিলের হয়েছে জানা.....

উকিলের হয়েছে জানা

কেবলই চোরের কারখানা রে বন্ধু

চোরে চোরে বেওয়াইয়ালা হয় রে বন্ধু

চোরে চোরে বেওয়াইয়ালা হয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়

সমাপ্ত

Lebih Daripada Bari Siddiqui

Lihat semualogo

Anda Mungkin Suka

আমার গায়ে যত দুঃখ সয় oleh Bari Siddiqui - Lirik dan Liputan