বলবো না গো
আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
গান শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ
Y
বলেছিলে গো
ভালোবাসি গো
আজ কেন গো
এমন ও হলো
বলেছিলে গো
ভালোবাসি গো
আজ কেন গো
এমন ও হলো
এমন ও হলো
এমন ও হলো
বলবো না গো
আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
ME
YOUNUS MIAH
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
আমাকে ফলো করুন আর একটিভ থাকুন
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জলে বার মাস
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে, জলে বার মাস
বাউলের অন্তরে
বাউলের অন্তরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো
আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
ধন্যবাদসবাইকে