গুরুপের পক্ষ থেকে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলেছিলে গো ভালোবাসি গো
আজ কেন গো এমনও হলো
বলেছিলে গো ভালোবাসি গো
আজ কেন গো এমনও হলো
এমনও হলো এমনও হলো
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
নতুন নতুন আর গান পেতে
আমাকে ফলো দিন
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ .. কেন প্রতিবাদ
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
গানের শেষে একটি লাইক দিতে ভুলবেন না
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জলে বার মাস
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই আনল গো দেহে জলে বার মাস
বাউলের অন্তরে বাউলের অন্তরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
সবাইকে ধন্যবাদ
️